নুর-ই একজন বাংলাদেশী সংগীত শিল্পী, মিউজিক কম্পোজার ও গ্রাফিক ডিজাইনার, সে ০৩ ফেব্রুয়ারী ১৯৯০ সালে জামালপুর জেলার মেলান্দহ উপজেলায় জন্মগ্রহন করে। বর্তমানে তিনি সিল্করোড ও দ্বিদল ব্যান্ডে প্রধান শিল্পী ও গীটার গিটারিস্ট হিসাবে কাজ করেন। তিনি মিউজিক করার পাশাপাশি গ্রাফিক ডিজাইনার হয়ে উঠেন। তার ফেসবুক ও ইউটিউব চ্যানেলে ভেরিফাইড আইডির নাম Noore.
যেসব সংগঠনে কাজ করতেনঃ তিনি ২০০৫ সাল থেকে মিউজিক শুরু করেন। তিনি স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে সংগীতে প্রথম স্থান অধিকার করেন। তিনি শিহরণ ব্যান্ড দলে শিল্পী ও গিটার বাদক হিসেবে ১ বছর দায়িত্ব পালন করেন ও মেলান্দহ উত্তরণ সংগীত বিদ্যালয়ে শিল্পী ও গিটার বাদক হিসেবে ৫ বছর দায়িত্ব পালন করেন।
প্রাথমিক জীবনঃ নুর-ই ছোটবেলা থেকেই গান শুনতেন পরে সেইটা নিজেই গলায় ধারন করে গাইতেন এবং তা বিভিন্ন সোস্যাল মিডিয়া প্রকাশও পেয়েছে। তার গাওয়া এ বছরের সেরা গান এলবাম ইউটিউব ,স্পটিফাই, আমাজন মিউজিক, গুগল মিউজিকসহ জনপ্রিয় মাধ্যম গুলোতে রিলিজ হয়েছে। তার কিছু বিখ্যাত গান- কতোদূরে, সরলপুর, অবুঝ পাখি ইত্যাদি।
ক্যারিয়ারঃ নুর-ই অনলাইন উদোক্তা হয়ে নিজের জীবনকে সামনে এগিয়ে নিয়েছেন তিনি বলেন, যে কেউ অনলাইনে কাজ করতে পারবে যদি তার আগ্রহ থাকে।
ফটো গ্যালারিঃ
0 Comments
একটি মন্তব্য পোস্ট করুন